গাজী আশরাফ হোসেন প্রধান নির্বাচক হওয়ায় বিস্মিত বিসিবির গেম ডেভেলপমেন্ট কমিটির চেয়ারম্যান খালেদ মাহমুদ। তার ধারণা ছিল, হাবিবুল বাশারকে প্রধান নির্বাচক করা হবে। মঙ্গলবার চট্টগ্রামে দুর্দান্ত ঢাকার কোচ খালেদ মাহমুদ বলেন, ‘আমি বিস্মিত। আমি ক্রিকেট অপারেশন্সের ভাইস চেয়ারম্যান, আমি জানিই না যে কে নির্বাচক হচ্ছে। খুবই আশ্চর্যের। আমি জানব না? এই প্রতিষ্ঠান থেকে আমার প্রয়োজনটা কী সেটাও জানি না।’
খালেদ মাহমুদ বলেন, ‘লিপু (গাজী আশরাপ) ভাইয়ের ক্রিকেট মেধা… অনেক সিনিয়র তিনি। অনেকদিন ধরে বাংলাদেশের ক্রিকেট ফলো করছেন। জাতীয় দলের অধিনায়ক ছিলেন। বোর্ডের পরিচালক ছিলেন। তার বিচক্ষণতা নিয়ে কোনো প্রশ্ন থাকতে পারে না। তিনি আসায় অনেক ভালো হতে পারে। তবে তার নামই শুনিনি যে, তিনি নির্বাচক হতে পারেন। অবিশ্বাস্য ঘোষণা এসেছে বিসিবি থেকে। আমি সেখানে ছিলাম না, তাই বলতে পারব না।’
তিনি বলেন, ‘নান্নু ভাই, সুমনের অধীনে বাংলাদেশ দল অনেক সাফল্য পেয়েছে। তাদের অবদান ভুলে গেলে হবে না। নান্নু ভাইরা অনেক ভালো কাজ করেছেন। আমি স্যালুট করি। তারা ধৈর্যের সঙ্গে কাজ করে গেছেন। সিলেকশন সহজ কাজ না, আপনি তো সবাইকে খুশি করতে পারবেন না। এতজন থেকে ১৫ জন নেওয়া, আবার পছন্দ-অপছন্দ। এগুলোর মধ্যে কাজ করা সহজ না।’
Leave a Reply