শেন ওয়াটসন পাকিস্তান জাতীয় ক্রিকেট দলের প্রধান কোচের দায়িত্ব পাচ্ছেন, এমনটাই শোনা যাচ্ছিলো বেশ কয়েকদিন ধরে। সাবেক অজি এই অলরাউন্ডারকে পেতে লোভনীয় প্রস্তাব দিয়েছিল পাকিস্তান ক্রিকেট বোর্ড (পিসিবি)। তবে পিসিবির এই প্রস্তাবে রাজি হননি ওয়াটসন।
ক্রিকেটভিত্তিক ওয়েবসাইট ইএসপিএন ক্রিকইনফো জানিয়েছে, লোভনীয় প্রস্তাবের পরও পিসিবিকে না করে দিয়েছেন ওয়াটসন। ওয়াটসন ব্যাপারটা নিয়ে শুরুতে আগ্রহী হলেও পরে বেঁকে বসেছেন। মূলত তার রাজি না হওয়ার কারণ পাকিস্তান ক্রিকেটের সংস্কৃতি। আপাতত তিনি নিজের বর্তমান কোচিং ক্যারিয়ার এবং ধারাভাষ্য নিয়েই ব্যস্ত থাকতে চান। আইপিএলে তিনি ধারাভাষ্যকার হিসেবে চুক্তিবদ্ধ।
এদিকে ১৮ এপ্রিল থেকে নিউজিল্যান্ডের বিপক্ষে পাঁচ ম্যাচের টি-টোয়েন্টি সিরিজ খেলবে পাকিস্তান। এই সিরিজে কোচ ছাড়াই নামতে হচ্ছে পাকিস্তানকে। এরপর ১ জুন থেকে শুরু হবে টি–টোয়েন্টি বিশ্বকাপ। এর মধ্যে পিসিবি কোচ পায় কিনা সেটাই দেখার।
এর আগে এক্সপ্রেস ট্রিবিউন জানিয়েছিল, ওয়াটসনকে পেতে বার্ষিক ২০ লাখ মার্কিন ডলার (২২ কোটি টাকা) অফার করেছে পিসিবি। এদিকে পিসিবির একটি সূত্র পিটিআইকে জানিয়েছে, অস্ট্রেলিয়ান সাবেক খেলোয়াড়ই ২০ লাখ মার্কিন ডলার দাবি করেছিলেন।
Leave a Reply