এটা নির্ভর করছে চাঁদ দেখার ওপর। যদি ৯ এপ্রিল ২৯ রমজানে চাঁদ দেখা যায় বাংলাদেশের আকাশে, তাহলে ১০ এপ্রিল ঈদ। আর তা না হলে রোজা হবে ৩০টা, ঈদ হবে ১১ এপ্রিল। পুরোটাই চাঁদ দেখার ওপর নির্ভরশীল। ৯ এপ্রিল সন্ধ্যার পর আমরা জেনে যাব, রোজা এবার ২৯টা হচ্ছে নাকি ৩০টা।
ভারতের গণমাধ্যম টাইমস অব ইন্ডিয়া বলছে, ভারতে চাঁদ দেখা যেতে পারে ১০ এপ্রিল, ঈদ হতে পারে ১১ এপ্রিল। হতে পারে, কথাটার ওপর জোর বেশি। চাঁদ দেখার ওপরই সবকিছু নির্ভর করছে।
আরব আমিরাতে রোজা ২৯টা হতে পারে, ৩০ দিনে হতে পারে—এটা ধরে নিয়ে সরকারি ছুটি ঘোষণা করেছে দেশটি। তবে তাদের গ্রেগরিয়ান ক্যালেন্ডার অনুসারে ঈদ ১০ এপ্রিল হওয়ার কথা।
২৯ রোজা হতে পারে, ৩০ রোজা হতে পারে, ধরে নিয়েই সৌদি আরবে সব হিসাব-নিকাশ করা হচ্ছে। ৩০ রোজা হবে, আর ঈদ হবে ১০ এপ্রিল, ক্যালেন্ডারে তা দেখানো হলেও জোর দিয়ে বলা হয়েছে, চাঁদ দেখার ওপর নির্ভর করছে আসলে কবে ঈদ হবে। বাংলাদেশ সরকার ২৯ রমজান ৯ এপ্রিলকে সরকারি ছুটির দিন ঘোষণা করেনি।
অ্যাস্টোনমিক্যাল অ্যাসোসিয়েশন বাংলাদেশ সূত্রে জানা গেছে, ৯ এপ্রিল আকাশে খুব ক্ষীণ একটা চাঁদ দিগন্তের এমন একটা জায়গায় থাকবে, খালি চোখে দেখা না যাওয়ার সম্ভাবনাই বেশি। সে ক্ষেত্রে ৩০ রোজা হওয়ার সম্ভাবনা আছে। তবে আবারও এটা সম্ভাবনা। আসলে কী হবে, তা কেবল ৯ এপ্রিল সন্ধ্যার পরই বোঝা যাবে।
মনে করা হচ্ছে, এবার রোজা হবে ৩০টা, সে ক্ষেত্রে বাংলাদেশে ঈদ হবে ১১ এপ্রিল। তবে ২৯ রোজার সন্ধ্যায় যদি চাঁদ দেখা যায়, তাহলে যে ১০ এপ্রিলই ঈদ হবে, তা নিশ্চয়ই বলে দিতে হবে না। বাংলাদেশে তা বলার এখতিয়ার আছে কেবল জাতীয় চাঁদ দেখা কমিটির। আমরা জাতীয় চাঁদ দেখা কমিটি কী বলে, তা জানার জন্য অপেক্ষা করব। কাজেই বাংলাদেশে এ বছর পবিত্র ঈদুল ফিতর কবে হচ্ছে, তা জানার জন্য ৯ এপ্রিল ইফতারের পর জাতীয় চাঁদ দেখা কমিটি বৈঠকে বসবে। এ কমিটির সিদ্ধান্তের জন্য আমাদের অপেক্ষা করতে হচ্ছে।
Leave a Reply