নিজস্ব প্রতিবেদক: রাজধানীর মহাখালী ও জোয়ারসাহারায় নকশাবহির্ভূত ভবন নির্মাণ করায় উচ্ছেদ অভিযান চালিয়েছে রাজউক। এসময় মহাখালীতে ১টি ও জোয়ারসাহারায় ১টিসহ মোট ২টি নকশাবহির্ভূত ভবনের আংশিক অপসারণ ও ১ লাখ টাকা জরিমানা আদায় করা হয়। এছাড়াও সকল ধরনের নির্মাণ কাজ বন্ধ করা হয় এবং ভবন মালিকগণ ভবনের ব্যত্যয়কৃত অংশ অপসারণ ব্যতিরেকে কোন প্রকার নির্মাণ কাজ করবেন না মর্মে ৩শ’ টাকার নন জুডিশিয়াল স্ট্যাম্পে অঙ্গীকারনামা প্রদান করেন।
বৃহস্পতিবার (৩০ মে) সকাল থেকে বিকাল পর্যন্ত এ অভিযানের নেতৃত্ব দেন নির্বাহী ম্যাজিস্ট্রেট মোঃ কামরুজ্জামান এবং জোন-৪/১ এর অথরাইজড অফিসার ইমরুল হাসান।
অভিযান চলাকালে অথরাইজড অফিসার ইমরুল হাসান বলেন, রাজধানী ঢাকাকে বাসযোগ্য করার জন্য রাজউক কাজ করে যাচ্ছে। সেই পদক্ষেপ অনুযায়ী রাজধানী উন্নয়ন কর্তৃপক্ষ জোন ৪/১ এর আওতাধীন মহাখালী ও জোয়ারসাহারা এলাকায় রাজউক নকশাবহির্ভূত ভবন নির্মাণ করায় ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করি। নকশাবহির্ভূত ২টি বহুতল ভবনের আংশিক অপসারণ করা হয়। নকশাবহির্ভূত নির্মাণাধীন ভবনগুলোর সেটব্যাক ও ভয়েড এ ব্যত্যয় পাওয়া গেছে। প্রাথমিকভাবে সতর্ক করে কাজ বন্ধ করে দিয়েছি। একই সঙ্গে তারা যেন পরবর্তীতে রাজউকের অনুমোদিত নকশা মেনে ইমারত নির্মাণ করে সে বিষয়ে মুচলেকা নেওয়া হয়।
স্থানীয়রা জানান, রাজউক নিয়মিত এ ধরনের অভিযান চলমান রাখলে কেউ রাজউকের নকশাবহির্ভূত ভবন নির্মাণ করার সাহস পাবে না।
অভিযানে আরও উপস্থিত ছিলেন- সহকারী অথরাইজড অফিসার, প্রধান ইমারত পরিদর্শক, সকল ইমারত পরিদর্শক ও অন্যান্য কর্মকর্তাগণ।
Leave a Reply